স্বজন সাংবাদিক ফোরামের শোক

প্রকাশঃ ২০১৯-০৭-২৮ - ১৩:৩০

বিজ্ঞপ্তি : দৈনিক সময়ের খবর ও দৈনিক সমকালের রূপসা প্রতিনিধি কৃষ্ণ গোপাল সেনের পিতা বিমল সেনের (৯৩) মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাসহ প্রয়াতের আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন স্বজন সাংবাদিক ফোরাম খুলনা শাখার নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন ফোরামের আহ্বায়ক সুবীর কুমার রায়, সদস্য সচিব সুনীল দাস, যুগ্ম আহবায়ক মনোজ কুমার মজুমদার, তিতাস চক্রবর্তী, পলাশ দত্ত, ড্যানিয়েল সুজিত বোস ও রীতা রাণী দাস এবং নির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে অমল সাহা, জ্যেতির্ময় মল্লিক, মল্লিক সুধাংশু, দেবব্রত রায়, মহেন্দ্র নাথ সেন, বিমল সাহা, দীলিপ বর্মণ, রিংটন মন্ডল, রিংকু মল্লিক, দীপক কুমার রায়, অরবিন্দু মন্ডল, বি.সরকার, তপন পাল, তুষার রায়, ইদ্রজিত টিকাদার, অরুণ দেবনাথ, গৌতম রাহা, তাপস কুমার বিশ্বাস, তরুন চক্রবর্তী বিষ্ণু, বাবুল সরকার, প্রবীর জয় ও মৌমিতা রায়।
উল্লেখ্য বিমল সেন শুক্রবার দিবাগত রাতে রূপসা উপজেলার নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।