পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মাদক বিরোধী অভিযানে পুলিশ নারীসহ ২জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে। থানাপুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াকাটির নিজ বসত বাড়ী থেকে সবুজ গাজীর স্ত্রী ময়না বেগম (২৫) কে ২৫ পিচ ইয়াবাসহ এসআই অনিষ, এএসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। অপরদিকে, একইদিন সন্ধ্যায় এ গ্রামের অবেদ গাজীর ছেলে মফিজুল গাজী (২৯) কে থানার সেকেন্ড অফিসার আবু সাঈদ ও এএসআই জাকির হোসেন ৫ গ্রাম গাঁজা সহ আটক করে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। যার নং- ৫১ ও ৫২।