বেনাপোল : যশোরের নাভারন দক্ষিন বুরুজবাগান এলাকা থেকে শুক্রবার রাতে ১ কেজি হেরোইন সহ আব্দুর রহিম (২৬) নামে এক হেরোইন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আব্দুর রহিম যশোরের ঝিকরগাছা উপজেলার বেনিয়ালী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, নাভারন বুরুজবাগান এলাকা থেকে বিপুল পরিমান হেরোইনের চালান পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহিমকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১ কেজি হেরোইন জব্দ করা হয়। আটক হেরোইনের মূল্য দশ লাখ বলে পুলিশ জানায়। রহিম দীর্ঘদিন ধরে ভারত থেকে বড় ধরনের হেরাইনের চালান এনে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল বলে পুলিশ জানায়। কারা কারা এই হেরোইন’র চালানের সাথে জড়িত পুলিশ তা তদন্ত করে দেখছে। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে ।