দাকোপ প্রতিনিধি : কোস্টগার্ড পশ্চিম জোনের বিশেষ অভিযানে দাকোপ উপজেলা অন্তগত পূর্ব সুন্দরবন থেকে ১ টি একনলা বন্দুক উদ্ধার করেছে।
কোস্টগার্ড অপারেশান কর্মকর্তা লেঃ বিএন মাহমুদ সুত্রে জানা যায়, শনিবার ৩ আগস্ট আনুঃ সকাল সাড়ে ১০ টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি স্টেশান নলিয়ান খুলনা জেলার দাকোপ থানাধীন গোনারী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা পরিত্যক্ত অবস্থায় উক্ত স্থান হতে ১ টি আগ্নেয় অস্ত্র ( একনলা বন্দুক) উদ্ধার করে । উদ্ধারকৃত একনলা বন্দুক দাকোপ থানায় হস্তান্তর করেছেন। বাংলাদেশ কোস্ট গার্র্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যু,বনদস্যু ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।