খুলনা : খুলনা নগরীর দৌলতপুর থানাস্থ মহেশ্বরপাশা পশ্চিমপাড়া পল্লীতীর্থ স্কুলের সামনে কলেজ পড়ুয়া ২য় বর্ষের ছাত্রীর শ্লীলতাহানীর সময় মেহেদী হাসান (৩০) নামে এক লম্পটকে হাতেনাতে আটক করে এলাকাবাসি। এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেল ৩টায় মেহেদী হাসান নিজ বাড়িতে কলেজ ছাত্রীকে বিভিন্ন প্রলোভন ও কৌশলে ফুশলিয়ে তার শয়নকক্ষে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। এ সময় মেয়েটির আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে লম্পটকে আটক করে। লম্পট মেহেদী হাসান নড়াইল জেলার ধলৈইতলা গ্রামের হাসমত দোজার পুত্র। মেহেদী খুলনা জর্জকোর্টে সহকারী লাইব্রেরিয়ান। সে তিন বছর যাবৎ ঐ বাড়িতে একাকী বসবাস করে আসছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের অভিভাবকদের সমঝোতার চেষ্টা চলছে।