রাজীব চৌধুরী, কেশবপুরঃ ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৪ শে আগস্ট রোজ শনিবার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয় সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহ্ফিল । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জি.এম. হোসেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব এস.এম রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি এইস.এম. আমির হোসেন, উপজেলা আওয়মাীলীগের সাধারন সম্পাদক গাজী গোলাম মোস্তফা, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার, যুগ্ম-আহবায়ক আবুল হাসান । এছাড়া উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, অজিত কুমার নন্দী, আওয়ামীলীগ নেতা মোঃ আলাউদ্দীন, নওশের আলী, কামরুল ইসলাম, রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ও ইউনিয়নবাসী । আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় ।