কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সামছুদ্দীন দফাদারের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচারে লিপ্ত রয়েছে ‘‘সত্যকথা’’ নামক ফেক ফেইসবুক আইডি । এই ফেক আইডি ব্যবহার করে চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ তোলা হয়েছে । লেখা হয়েছে সাতবাড়িয়া বাজারের মুদি ব্যবসায়ী আব্দুল জলিল, জিল্লুর রহমান এর নিকট হইতে ১০ নং ইউপি চেয়ারম্যান চাঁদা চেয়েছে এবং তারা সেই চাঁদা দিতে বাধ্য হয়েছে । এমন লেখনীর সত্যতা অনুসন্ধানে চেয়ারম্যানের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন একটি কূচক্রী মহল স্বার্থসিদ্ধি এবং আমার সুনাম ও উন্নয়নমূলক কর্মকান্ডকে বাধাগ্রস্থ এবং আমাকে হীন করার উদ্দেশ্যে এমন মিথ্যাচার চালিয়ে যাচ্ছে ‘‘সত্যকথা’’ নামক ফেক ফেইসবুক নামক আইডিতে । মুদি ব্যবসায়ী আব্দুল জলিল ও জিল্লুর রহমান এর নিকট জানতে চাইলে তারা বলে চেয়ারম্যান কোন প্রকার চাঁদা দাবি করেনি এবং আমরা সেটি দেয়নি । এমন লেখনীর জন্য বাস্তবিক ভাবে আমরাও লজ্জিত । তবে ইউপি চেয়ারম্যান পাকাঘর নির্মানের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের প্যাডে আমাদের উপর ৩০ (ত্রিশ) হাজার টাকা ট্যাক্স ধার্য্য করে একটি নোটিস দিয়েছেন । এই ট্যাক্সের নোটিসের ব্যাপারে চেয়ারম্যানের নিকট জানতে চাইলে তিনি বলেন উপর্যুক্ত আইনী পন্থায় এই ট্যাক্স ধার্য্য করা হয়েছে । এছাড়া ইউপি. চেয়ারম্যান বলেন এই ধরনের ফেক আইডি দিয়ে আমার নামে অপপ্রচারে লিপ্ত থাকলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করব ।