যশোর : যশোরের মণিরামপুর উপজেলার সালামতপুর গ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহেরুন নিসা (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুর রাজ্জাক দফাদারের স্ত্রী।
পরিবারসূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত মেহেরুন নিসাকে গত ৬ই সেপ্টেম্বর ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে, তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরিয়ে আনার সময় তিনি মারা যান।
এদিকে, বৃহষ্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৫০ জন। এরমধ্যে, ঢাকায় ২৩৭ জন আর ঢাকার বাইরে ৫১৪ জন।