পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ৫০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ইয়াসিন সরদার (৩২) কে আটক করেছে পুলিশ। সে চাঁদখালী ইউপির কালীদাশপুরের মালেক সরদারের ছেলে। শুক্রবার বেলা আড়াইটায় থানা পুলিশের এএসআই শেখ পলাশ সহ সঙ্গীয় ফোর্স বাড়ীর সামনে থেকে ৫০ পিস ইয়ারা সহ ইসাসিনকে আটক করেন। এ ঘটনায় এসআই অখিল রায় থানায় মাদক আইনে মামলা করেছেন, যার নং ১৮।