ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা আজিজুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশঃ ২০১৯-০৯-১৯ - ২০:০৫

ফুলতলা অফিসঃ খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম মোল্যা (৭০) এর মরদেহ বৃহস্পতিবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। ফুলতলার ধোপাখোলা ঈদগাঁহ ময়দানে বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মোল্যার কফিনে জাতীয় পতাকা প্রদান করেন ভারপ্রাপ্ত ইউএনও অনিমেষ বিশ্বাস ও মুক্তিযোদ্ধা পতাকা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। এ সময় থানা পুলিশের নেতৃত্বে করুন সূরে ভিউগাল বাজিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, আশরাফ হোসেন আশু, বিএমএ সালাম, আলহাজ্ব মনজেল সরদার, শেখ রওশন আলী, সুবোধ বসু, ফজলুল হক, ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খান, সাবেক চেয়ারম্যান আব্দুল হক, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, এ্যাড. জালাল উদ্দিন রুমি, শাহাদাৎ বিশ্বাস, দলিল উদ্দিন মোল্যা, মনিরুল ইসলাম সরদার, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, জাকির হোসেন, প্রেমচাঁদ দাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, বুলু চৌধুরী, রাজীব আহমেদ কবির, ইউপি সদস্য সাব্বির আহমেদ, শফিকুল ইসলাম, প্রমুখ। প্রসঙ্গতঃ বুধবার সন্ধ্যা ৭টায় ফুলতলার ধোপাখোলা গ্রামস্থ নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম মোল্যা হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ২কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।