রাজীব চৌধুরী, কেশবপুরঃ কেশবপুরের মির্জানগরে (গোপালপুর) কাঠ ও বাঁশের দ্বারা সেতু তৈরি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভাটি ২০/০৯/২০১৯ ইং তারিখ রোজ শুক্রবার মির্জানগর (গোপালপুর) টু কাশিয়াডাঙ্গা কপোতাক্ষ নদী ঘাট সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন ০১ নং ত্রিমোহিনী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জিয়াউর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জানগর (গোপালপুর) বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান । এছাড়া উপস্থিত ছিলেন বাজারের ঔষধের দোকানদার নজরুল ইসলাম, আকবার আলী মোল্লা সহ মির্জানগর ও কাশিয়াডাঙ্গার বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ । প্রতিদিন শত শত লোক পারাপার হয় উক্ত মির্জানগর (গোপালপুর) টু কাশিয়াডাঙ্গা ঘাট দিয়ে । নৌকা তাদের যাতায়াতের একমাত্র সহায়ক । অনেক সময় মুমূর্ষু রোগীকে সময়মত হাসপাতালে নেওয়া সম্ভব হয় না সেতুর অভাবে । তাছাড়া উক্ত ঘাট দিয়ে ছাত্রছাত্রীদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে অনেক বিড়ম্বনার শিকার হতে হয় । এরই জন্য স্থানীয়রা নিজস্ব উদ্যোগে কাঠ ও বাঁশের তৈরি সেতু তৈরি করতে আগ্রহী হয়েছে । এ উপলক্ষ্যে সবার মতামতের জন্য এক আলোচনা সভার আয়োজন করে । উক্ত ঘাটে এই কাঠ ও বাঁশের সেতুটি তৈরি হলে এলাকাবাসীর যাতায়াতের দূর্ভোগ কিছুটা লাঘব হবে ।