বটিয়াঘাটা প্রতিনিধি : “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই শ্লেগানকে সামনে রেখে সোমবার সকাল ১০টায় উপজেলার কৈয়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। কুখ্যাত মাদক সম্রাট বিকাশ দে’র সহযোগী ডজনখানি মামলার অভিযুক্ত মৃনাল বাহিনীর সদস্য মোতাহার মোল্যা, জিরে জামাল, মামুন, শহিদ, ক্লাব মিজান, আঃ গফুর, রেজাউল, মহাসিনদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আওয়াল মুন্সীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুবলীগ নেতা মেম্বর তরিকুল ইসলাম, মেম্বর দেব্রবত মল্লিক দেবু, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনিরুল ইসলাম রিংকু, যুগ্ম সম্পাদক ইমন শেখ, ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি ইউনুচ শেখ, সাঃ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, শ্রমীক লীগ নেতাজিন্নাত সরদার, উজ্জল রায়, আবু জাফর মুন্সী, যুবলীগ নেতা জনি বিশ^াস, আজাহারুল ইসলাম, উত্তম মন্ডল, ইন্দ্রজিৎ, পলাশ বৈরাগীসহ এলাকার হাজার হাজার নারী পুরুষ উপস্থিত ছিলেন। বক্তারা উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।