তাপস কুমার বিশ্বাস, ফুলতলা অফিসঃ প্রতিমা বিসর্জনে বন্ধুদের সাথে উৎসব করতে গিয়ে ট্রলার থেকে ভৈরব নদে পড়ে সলিল সমাধি ঘটেছে মোঃ হৃদয় হোসেন শেখ (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর। এ ঘটনা ঘটে মঙ্গলবার সন্ধ্যায় ফুলতলার শিকিরহাট ঘাটে। সে ফুলতলার পয়গ্রামের ডাঃ উমেদ আলী শেখের বাড়ীর ভাড়াটিয়া জহুরুল ইসলাম জনি শেখের পুত্র ও ফুলতলার রি-ইউনিয়ন হাই স্কুলের ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকালে হৃদয় হোসেন খান তার বন্ধুদের সাথে প্রতিমা বিসর্জন উৎসবে ট্রলার নিয়ে ভৈরব নদে শিকিরহাট ঘাটে নামে। বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে দুটি ট্রলারের মধ্যকার সংঘর্ষে ৩ বন্ধু নদীতে পড়ে যায়। তার অপর ২ বন্ধু সাতরে উঠে আসলেও হৃদয় শেখে’র সন্ধান মেলেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস খুলনা সদর (নূর নগর) এর ডুমুরিরা এসে তল্লাসী চালিয়ে রাত পৌনে ৯টার দিকে হৃদয় শেখের মৃত দেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিস’র সদর ষ্টেশন ডিএডি মোঃ ইকবাল বাহার বুলবুল বলেন, দুর্ঘটনা কবলিত ট্রলার যাত্রীদের দেখিয়ে দেয়া স্থানে গিয়ে ৪ ডুবুরীর অনুসন্ধ্যানে হৃদয় শেখের মরদেহ উদ্ধার হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত লাশ ফুলতলা থানা পুলিশ মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছিল। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।