ফুলতলা অফিসঃ প্রেসক্লাব ফুলতলা সভাপতি সাংবাদিক তাপস কুমার বিশ্বাসের বড় কাকা মধুসূধন বিশ্বাস (৮৪) সোমবার বিকাল ৫টায় ফুলতলার গোলদারপাড়া গ্রামস্থ নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫পুত্র, ৪ কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। আজ (মঙ্গলবার) সকালে ফুলতলার ক্যাশখোলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে বড় পুত্র স্বপন কুমার বিশ্বাস জানান।