ফুলতলায় জাতীয় স্যানীটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশঃ ২০১৯-১০-১৬ - ১৯:৪৯

ফুলতলা অফিসঃ “সকলের জন্য উন্নত স্যানীটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন”-জাতীয় স্যানীটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এক র‌্যালী, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী কর্মসূচি পালিত হয়। ভারপ্রাপ্ত ইউএনও রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। সহকারী প্রকৌশলী মোসাঃ নাসরিন আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ মনিরুর ইসলাম, শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, মাওঃ সাইফুল হাসান খান ও শেখ আবুল বাশার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, ইউআরসি ইন্সটেকটর মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ হারুন অর রশিদ, মঞ্জুরুল আলম, শেখা মন্ডল, স্কাউট সম্পাদক আক্তার হোসেন প্রমুখ। এর পূর্বে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রীনা খাতুনের পরিচালনায় বিশ্ব খাদ্য দিবসের অনুরুপ এক র‌্যালী বের হয়।