স্ট্যান্ডার্ড স্কুলের ব্যতিক্রমী অভিভাবক সমাবেশ

প্রকাশঃ ২০১৯-১১-১৫ - ১৮:২০

খুলনা: ব্যতিক্রম এবং দেশীয় সংস্কৃতিতে গড়ে ওঠা খুলনার রায়েরমহল হামিদনগর  মোস্তফার মোড়ে স্ট্যান্ডার্ড স্কুলটির যাত্রা শুরু সবেমাত্র। একঝাঁক মেধাবী ও তারুন্যে নির্ভর শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের স্টেজ পারফর্মে মুগ্ধ সবাই।ক্ষুদে  শিক্ষার্থীদের আবৃত্তি, অভিনয়,স্বাধীনতার গানে মেতেছিল স্কুল প্রাঙ্গন। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অভিভাবক,সুধী শিক্ষার্থীদের যেন এক মিলনমেলা।

স্কুল প্রতিষ্ঠাতা শেখ শামসুদ্দীন দোহার শুভেচ্ছা বক্তব্য দিয়ে শুরু। প্রধান অতিথি  খুলনা প্রেসক্লাবের সহকারী সম্পাদক বাংলানিউজ২৪ এর খুলনা ব্যুরো এডিটর মাহাবুবুর মুন্নার বক্তব্যে প্রান পেল সবাই। আবৃত্তিকার ও স্কুলের কালচার শিক্ষক গাজী শাহ মাখদুমের পরিচালনায় একে একে বক্তব্য রাখলেন  সুন্দরবন পলিটেকনিকের অধ্যক্ষ মাহফুজুল হক, আন্তরিক লাইফ প্রিপারেটরী স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ডা.জাকিরুল ইসলাম, হরিনটানা থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম, খুলনা ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি বাপ্পী খান, সাংস্কৃতিক ও টিভি ব্যক্তিত্ব হাসনাইন জায়েদ, সরকারি বি এল কলেজর সহকারি অধ্যাপক হাবিবুর রহমান, রায়েরমহল কলেজ প্রভাষক পাপিয়া সুলতানা, সারোয়ার খান ডিগ্রী কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান তুষার, শেখ আব্দুস সবুর, হামিদনগর প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মোল্লা তাজ উদ্দীন আহমেদ,  আ’লীগ নেতা শেখ আবুল কালাম, ছাত্রলীগ মহানগর নেতা রায়হান রুবেল, ১৬নং ওয়ার্ড আ’লীগের নেতা সুলতান আহমেদ এবং  স্কুলের প্রিন্সিপাল সাহারা পারভীন প্রমুখ।

২০২০ শিক্ষাবর্ষে ভর্তি উপলক্ষ্যে অভিভাবক ও সুধী সমাবেশে স্কুল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থাপনায় এক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাকার্যক্রম, আচার-ব্যবহার, ধর্মীয় বিধি-বিধান, দেশীয় সংস্কৃতি কর্মকান্ডে এ স্কুলের কোমল ছাত্র-ছাত্রী অনেক এগিয়েছে। সুন্দর, সাজানো বর্ণীল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীরা খুব আনন্দ নিয়ে লেখা পড়া করছে। যা খুলনায় দৃষ্টান্ত স্থাপন করেছে।