যশোর: র্যাব-৬ যশোর এবং কোতয়ালি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫শ ৬৬ বোতল ফেনসিডিলসহ তিনজনক আটক করেছে। এসময় পুলিশ একটি পিকআপও (ঢাকামেট্টো-ন-১৩-০৫৭৪) জব্দ করেছে। আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার সীতারামপুর মধ্যপাড়ার মৃত শেখ বিশারতের ছেলে রাসেদুল ইসলাম (৩১) এবং শার্শা উপজেলার কন্দর্পপুর গ্রামের আমিনুর রহমনের ছেলে মনিরুল ইসলাম (২৬) ও খলিলুর রহমান বাগের ছেলে আক্তারুল বাগ (২৭)। কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুর রহমান জানিয়েছেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে তিনি সহ একদল পুলিশ রোববার রাত সোয়া ৯টার দিকে শংকরপুর বাসটার্মিনালের অদুরে আরেফিন ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে পিকআপটি (ঢাকা মেট্টো-ন-১৩-০৫৭৪) জব্দ করেন এবং দুইজনকে আটক করেন। পরে পিকআপ তল্লাশি করে সাড়ে ৪শ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। র্যাব-৬ এর প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বেলা ১১টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে রাসেদুলের বাড়িতে অভিযান চালানো হয়। পরে তার ঘর তল্লাশি করে ১১৬ বোতল ফেসনিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।