ফুলতলায় কৃষি ঋণের সুদ মওকুফের দাবিতে মৎস্য চাষি ও কৃষকদের মানবন্ধন

প্রকাশঃ ২০১৯-১১-২৮ - ২১:৩২

তাপস কুমার বিশ্বাস, ফুলতলা অফিসঃ খুলনার ফুলতলা এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী ও প্রান্তিক কৃষকদের ব্যাংক প্রদত্ত মৎস্য ও কৃষি ঋণের সুদ মওকুফের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা বাসষ্টান্ড এলাকায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। খুলনা জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, মাওঃ সাইফুল হাসান খান, আলহাজ্ব আশরাফ হোসেন, আজিজুল ফারাজি, রবিউল ইসলাম মন্টু, ওয়ার্কার্স পার্টি নেতা সন্দিপন রায়, প্রভাষক জাহাঙ্গীর আলম, রেজোয়ান রাজা, গৌতম কুন্ডু, আঃ হামিদ মোড়ল, রেজোয়ান আলী খান, মুক্তিযোদ্ধা সুবোধ বসু, এস কে আলী ইয়াছিন, সাংবাদিক শামসুল আলম শোখন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, রবিউল ইসলাম মোল্যা, আতিয়ার রহমান চাঁদ, মোল্যা সাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, আঃ আজিজ, আকরাম গাজী, লতিফ মহলদার, আমিরুল সরদার, আলিয়ার রহমান মোড়ল, হাফিজুর রহমান, মিরাজুল ইসলাম বাধন প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ ফুলতলা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী ও প্রান্তিক কৃষকদের ব্যাংক প্রদত্ত মৎস্য ও কৃষি ঋণের সুদ মওকুফের দাবি জানান। প্রসঙ্গতঃ এ এলাকায় কৃষকেরা কৃষি ব্যাংকের ফুলতলা ও জামিরা শাখা থেকে মৎস্য চাষ ও কৃষি ঋণ গ্রহণ করেন। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মৎস্য চাষ ও কৃষি কাজে উৎপাদন ব্যাহত হয়। অপরদিকে ব্যাংক ঋণের সুদাসলে অনেক বেড়ে যাওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ প্রান্তিক চাষিদের নামে লাল নোটিশ জারি ও মামলার প্রস্তুতি নিচ্ছে।