যশোর অফিস : যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের পোস্ট অফিস পাড়ার ভাইয়ের ধাক্কায় বোনের মৃত্যু হয়েছে। নিহত মুক্তা (৩০) নড়াইল সদর উপজেলার আলোক দিয়া গ্রামের ইমদাদুল হকের স্ত্রী। স্বামী সৌদি আরব থাকা অবস্থায় পিতার বাড়িতে বসবাস করতেন মুক্তা। শুক্রবার বিকালে ভাই আজাদ তাকে ধাক্কা দিলে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
আজাদ ও মুক্তা এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মেয়ে। আজাদ এলাকা থেকে পালিয়েছে।
নিহতের স্বজনরা জানান, মুক্তা পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমির ধানের টাকা দাবি করলে আজাদ তাকে ধাক্কা দেয়। এসময় মুক্তা পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে রূপদিয়া বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়।
সেখান থেকে বাড়ি নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
যশোর কোতয়ালি মডেল থানার পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে রাত ১১টার দিকে মর্গে প্রেরণ করে।
যশোর কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল মালেক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মগে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার কি কারণে মৃত্যু হয়েছে তা জানা যাবে। তবে ঘটনাটি জিডি মূলে রাখা হয়েছে।