দাকোপ প্রতিনিধি : “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএআইডি এর ফুড ফর পিস (টাইটেল ২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, চালনা এমএম কলেজ অধ্যক্ষ অসীম কুমার থান্ডার, এফওএম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মাহবুবুর রহমান, জিজিএসএ অফিসার স্টিফেন হেমব্রুম, উপজেলা মানবাধিকার কমিটির সভাপতি শেখ আব্দুল ছাত্তার, সোশ্যাল একাউন্টিবিলিটি অর্গানাইজার বিপুল বিশ্বাস, ব্রজেন্দ্রনাথ শীল ও তৌফিক হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, জনপ্রতিনিধি, ভিডিসি, এনজিও প্রতিনিধি, গনমাধ্যমকর্মী, ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ। সভার সঞ্চালকের দায়িত্বে ছিলেন টেকনিক্যাল অফিসার স্বপ্না রানী নাগ।