কেশবপুর (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শনিবার সকালে বঙ্গবন্ধুর মোরালে পুষ্পমাল্য অর্পণ, শীতার্থদের মাঝে কম্বল ও হাসপাতালে রোগীদের মাঝে খাদ্য বিতরণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিকের সভাপতিত্বে শহরের ডাকবাংলা মোড় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী সাংস্কৃতিক ফোরামের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির জিনজির, উপজেলা ছাত্রলীগনেতা শাহারিয়ার হাবিব, সারাফাত হোসেন সোহান, সবুজ হোসেন সোহাগ, ত্রিমোহিনী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সাগরদাঁড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমিনুর রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মুন্নাফ হোসেন, হাসানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সুমন রায় রায়হান, যুগ্ম-আহ্বায়ক মেহেদি হাসান সুমন প্রমুখ। আরো বক্তব্য রাখেন সাবেক যুবলীগনেতা আরিফুর রহমান, যুবলীগনেতা আয়ুব হোসেন মিলন, হুমায়ুন কবীর টিনু, বাবলু হোসেন প্রমুখ।