খুলনা অফিস : খুলনার ডুমুরিয়া উপজেলা খাদ্য কর্মকতা মোঃ ইলিয়াছ হোসেনকে ঘুষের গ্রহনের সময় ১ লক্ষ টাকা সহ গ্রেফতার করেছে দুদক। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় ডুমুরিয়া খাদ্য কর্মকতার কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডুমুরিয়ার চাল মিলের মালিক কামরুজ্জামান খাদ্য গুদামে চাল সরবরাহ করে আসছে।আর এই চাল সরবরাহের বিল পরিশোধের জন্য ৭ লক্ষ টাকা ঘুষ দাবী করেন দায়িত্বরত উপজেলা খাদ্য কর্মকতা মোঃ ইলিয়াছ হোসেন।তার এই ঘুষের টাকা প্রদানের লক্ষ্যে দুদক ফাদ পেতে ১ লক্ষ টাকা মিল মালিকের মাধ্যমে দেন খাদ্য কর্মকতার নিকট।পরবর্তীতে ঘুষের জন্য দেয়া ১ লক্ষ টাকা সহ খাদ্য কর্মকতাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা।