যশোর প্রতিনিধি : র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শনিবার সন্ধ্যায় সদর উপজেলার হামিদপুর নুড়িতলার এলাকা থেকে ১শ’ পিস ইয়াবাসহ ওয়াসিম আকরাম নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে হামিদপুর গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানাগেছে, শনিবার সন্ধ্যা আনুমানিক ৬ টার পর গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার হামিদপুর নুড়িতলা এলাকার আতাউর রহমান এর ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে ওয়াসিম আকরাম নামে এক যুবককে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১শ’ পিস ইয়াবা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। রোববার কোতয়ালি মডেল থানা পুলিশ আকট ওয়াসিম আকরামকে আদালতে সোপর্দ করে।