ফুলতলা অফিসঃ খুলনা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেছেন, বর্তমান সরকার দেশের সকল মাদ্রাসাকে আধুনিক ও যুগোপযোগি করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। মাদ্রাসার শিক্ষার্থীরাও আধুনিক শিক্ষা গ্রহণ করছে। তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উচ্চ শিক্ষা গ্রহণে কোন বাধা নেই। নৈতিক শিক্ষার মাধ্যমে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব।
শুক্রবার বিকালে ফুলতলার পায়গ্রাম কসবা আবু মোকারম ফজলুল বারী মাদ্রাসা ও এতিমখানার নব নির্মিত ভবন উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাবুল কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজীত অধিকারী, এ্যাড. রজব আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, ড. মাহাবুব উল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, আওয়ামীলীগ নেতা সম্পাদক মোঃ আসলাম খান, এ্যাড. তারিক হাসান মিন্টু, জয়ন্তী রানী সরদার, কাজী আশরাফ হোসেন আশু, সরদার জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, জামিল খান, পাপিয়া সরোয়ার, ইমরান হোসেন ইমু, বিধান চন্দ্র রায়, শেখ মনিরুল ইসলাম, আঃ জব্বার, দীপ পান্ডে বিশ্ব, এস কে সাদ্দাম হোসেন প্রমুখ।