এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলার জনগুত্বপূর্ণ সাগরদঁড়ি সড়কের কালভার্ট ভেঙ্গে প্রায় ৬ ঘন্টা যানবাহন চলাচলে বিগ্ন সৃষ্টি হয়েছে। যশোর নির্বাহী প্রকৌশলী অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপে পুনরায় যানবাহন চলাচল শুরু করেছে।
এলাকাবাসি জানায়, মঙ্গলবার ভোরে যশোর-ট ১১৩১৮০ নং বালিবাহি ট্রাকটি কেশবপুর-সাগরদাঁড়ি সড়কে যাওয়া পথে কেশবপুর ডিগ্রী কলেজ সংলগ্ন কালভার্টটি ভেঙ্গে ট্রাকটি আটকে পড়ে। শ্রমিকরা ট্রাকটি তুলি ফেললেও প্রায় ৬ ঘন্টা উক্ত সড়কের শত শত যানবাহন চলাচলে বিঘœ ঘটে। কেশবপুর উপজেলা প্রকৌশলী মুনছুর রহমানের নিকট থেকে খবর পেয়ে সকাল ১০ টার দিকে যশোরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম ও যশোর অঞ্চলের তত্তাবধায়ক সৈয়দ শফিউল আলম ঘটনা স্থলে উপস্থিত হন। এসময় কর্মকর্তাবৃন্দ যানবাহন চলাচলের জন্য ভাঙ্গা কালভার্টের স্থানে বালি দ্বারা ভরাট করে যানবাহন চলাচলের ব্যবস্থা করার জন্য নির্দেশনা প্রদান করেন। বেলা ১ টার টার দিকে কালভাটের ভাঙ্গা অংশে বালি দ্বারা ভরট করে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এব্যাপারে যশোরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম জানান, কেশবপুরের মাইকেল মোড়ের উক্ত স্থানে একটি ছোট ব্রীজ নির্মাণ ও ঢালাই সড়ক নির্মাণের প্রক্রিয়া চলামান রয়েছে। আশাকরছি খুব দ্রুত কাজ শুরু হবে।