যশোর : যশোরের শার্শা লক্ষণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে চুরির অপবাদ সহ্য করতে না পেরে ৬ বছরের শিশুকে বালিশ চাপা দিয়ে গর্ভবতী মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ মা ও মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে। মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন, রামচন্দ্রপুর গ্রামের আল মামুনূর রহমান ওরফে খোকনের স্ত্রী জুলেখা খাতুন (২৬) এবং তার মেয়ে আমেনা খাতুন (৬)। রাম চন্দ্রপুর গ্রামের ইউপি সদস্য আলতাফ হোসেন জানান, শনিবার সকালে খোকনের মেয়ে জুলি বাড়ির পাশে গ্যাদোর দোকানে যায়। এসময় জুলির গলায় স্বর্ণের চেইন দেখে গ্যাদোর মেয়ে নিজের দাবি করে ছিনিয়ে নেয়। সে বাড়ি এসে মা জুলেখাকে বিষয়টি জানালে সে গ্যাদোর দোকানে যান। দোকানদার জুলেখার মেয়ে চোর বলে অপবাদ দিলে সে অপমানিত হয়ে বাড়ি চলে আসে। আমেনাকে ঘরের মধ্যে নিয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। নিহতের স্বামী খোকন বলেন, সকালে খাওয়ার পর মাঠে কাজ করতে থাকি। এসময় বাড়ির লোকজনের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি মেয়ের মা ও মেয়ের মৃত দেহ পড়ে আছে। সে এমন কাজ করবে আমি কখন ভাবতে পারি এমন ঘটনা ঘটাবে। খোকনের বোন সীমা খাতুন জানান, ‘সকালে আমার ভাবি সবার সাথে দেখা করে, আমার ভাইয়ের কাজে যাওয়ার গোজগাজ করে দিলে কাজে চলে যায়। কিছু পরে ভাবিকে ডাকতে থাকলে কোন সাড়া পাই না। এসে দেখি ঘরের দরজা ভেতর থেকে সিটকি দেয়া। পাশের জানলা দিয়ে দেখতে পাই, ঘরের আড়ার সাথে ঝুলে আছে। পরিবারের লোকজন এসে দরজা ভেঙ্গে দেখি পাশে মেয়েটার মৃতদেহ পড়ে আছে। শার্শা থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর জানান, এ ঘটনার সাথে জড়িত সন্ধেহে স্বামীসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।