বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলায় নবাগত সাব-রেজিস্ট্রার বিজয় কৃষ্ণ বসু রবিবার যোগদান করেছেন। তিনি চাঁদপুর জেলার দক্ষিণ মতলবপুর উপজেলায় দীর্ঘ দিন দায়িত্ব পালন করে ৯ ই ফেব্রুয়ারী এ উপজেলায় যোগদান করেন। তিনি পিরোজপুর জেলার ভান্ডারপুর উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের মৃত মহেন্দ্রনাথ বসুর পুত্র। তিনি ঢাকা বিশ^ বিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে ২০০৯ সালে শরিয়তপুর জেলার গোসাইহাট উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে প্রথম যোগদান করেন। উল্লেখ্য, গত ০৯/১০/২০১৯ তারিখে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ অন্যত্র বদলী হলে উক্ত পদটি শূন্য হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে অস্থায়ীভাবে সাজ্জাদ হোসেন ও মোহায়মিনু রহমান পৃথক পৃথক ভাবে প্রায় ২মাস দায়িত্ব পালন করেন। গতকাল রবিবার সকালে তিনি উক্ত শূন্যপদে স্থায়ীভাবে যোগদান করেন। সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায় তিনি প্রতি সপ্তাহে রবি, সোম, মঙ্গল ও বুধবার মোট ৪দিন দলিল রেজিস্ট্রি করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অন্যদিকে নবাগত সাব-রেজিস্ট্রার বিজয় কৃষ্ণ বসুকে ফুলেল শুভেচ্ছা জানান দলিল লেখক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ অন্যান্য দলিল লেখকগণ। এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী শ্যামল কুমার বিশ^াস, দলিল লেখক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির মোঃ ইউনুচ আলী, আলমগীর হোসেন, অনুকুল চন্দ্র গোলদার, দিপংকর বিশ^াস, জগদীশ রায়, আমজাদ হোসেন, নকল নবীশ সমিতির সভাপতি প্রসাদ মল্লিক, সম্পাদক কালি ঠাকুর, সাংগঠনিক সম্পাদক হিরক মন্ডল। পরে দলিল লেখক আমিনুল ইসলামের নেতৃত্বে তাকে আবারও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে সাংবাদিকদের সাথে আলাপকালে সদ্য যোগদানকারী সাব-রেজিস্ট্রার বিজয় কৃষ্ণ বসু বলেন, আপনাদের সকলের সহযোগিতা পেলে দূর্নীতি মুক্ত ভাবে স্বচ্ছ ও জবাব দিহিতা মূলক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবো।