কক্সবাজার: কক্সবাজার শহরের নতুন ফিশারি ঘাট এলাকায় তিন বছরের শিশু ধর্ষণ মামলার আসামি সেলিম (২২) র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে কক্সবাজারের খুরুশকুল এলাকায় র্যাবের সঙ্গে গোলাগুলির ঘটনায় সেলিম মারা যায়।
নিহত সেলিম কক্সবাজার শহরের মগচিতাপাড়া এলাকার মোহাম্মদ ইউনুচের ছেলে।
কক্সবাজার র্যাব-৭ এর কমান্ডার মেজর রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, মোহাম্মদ সেলিম ২৩ আগস্ট বিমান বন্দর গেটের নতুন ফিশারি ঘাট এলাকার তিন বছরের এক শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। ওই মামলায় সে একমাত্র আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য র্যাব সদস্যরা অভিযানে নামে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সেলিমসহ চার-পাঁচজন সন্ত্রাসী র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র্যাবও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সেলিমের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।