খুলনা জেলা সৈনিকলীগের সভাপতি ফরিদ রানাকে ২১শে স্মৃতি পদক প্রদান

প্রকাশঃ ২০২০-০৩-০৫ - ১৪:০৭

বিজ্ঞপ্তি: সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃত সরূপ খুলনা জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি, দৈনিক তথ্যে’র স্টাফ রিপোর্টার,সাবেক ছাত্রনেতা এসএম ফরিদ রানাকে একুশে স্মৃতি পদক ২০২০ প্রদান করা হয়েছে। বেঙ্গল হিউম্যান রাটস ফাউন্ডেশন নামক মানবাধিকার সংগঠন গত ২৯ ফেব্র“য়ারী’২০ ঢাকা সেগুনবাগিচায় একটি চাইনিজ রেষ্টুরেন্টে “মুজিব বর্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব লায়ন মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক মোঃ রেজাউল করিম। মান্যবর অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠতা ও প্রেসিডেন্ট এম এ রহিম, বীরমুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, জিহাদ গ্র“পের মহাব্যবস্থাপক কাউসার আহম্মেদ চৌধুরী বিজয়, প্রফেসর ড. একেএ, আবুল কালাম, এ্যাডঃ আব্দুর রাজ্জাক, বেঙ্গল হিউম্যান রাটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠতা কাজী জামাল উদ্দীন, মহাসচিব আতিকা ইয়াসমিনসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর উর্ধ্বতন ব্যক্তিবর্গ। উল্লেখ্য, সাংবাদিক এসএম ফরিদ রানা শিক্ষা জীবনে মাধ্যমিক স্তর থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হয়। রাজনৈতিক জীবনের শুরুতে বটিয়াঘাটা উপজেলার গাওঘরা মাধ্যমিক বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মনোনীত হন। কলেজ জীবনে ডুমুরিয়া উপজেলার মাওলনা ভাষানী মোমোরিয়াল কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচীত হয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করে। অতপর বটিয়াঘাটার সুরখালী ইউনিয়ন ছাত্রলীগের উর্ধ্বতন সহ-সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সমাজ সেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি-জামাত সমার্থিত দূঃশাসনের শাসনকালে কঠোর ভাবে বটিয়াঘাটায় ছাত্রলীগের দায়িত্ব পালন করেন। প্রথম তাকে উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক এবং পরবর্তীতে সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচীত হয়ে ২০০৯ সাল পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া খুলনা জেলা ছাত্রলীগের সদস্য মনোনীত হন। ২০০৯ সালে ছাত্রলীগ থেকে বিদায় নিয়ে বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা জেলা শাখার সদস্য সচিব ও পরবর্তীতে সভাপতি নির্বাচীত হয়ে অদ্যবদি দায়িত্ব পালন করছে। এছাড়া তিনি বটিয়াঘাটা উপজেলা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলনে কাউন্সিলার মনোনীত হন।
রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতি ও ক্রীড়া সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন। এসএম ফরিদ রানা গাওঘরা উত্তর পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক, গাওঘরা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, সুরখালী ইউনিয়ন ভূমিহীন সংগঠনের সাধারণ সম্পাদক, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, দক্ষিণ খুলনা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক, উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক, উপজেলা মানবাধিকার কমিশনের যুগ্ম সম্পাদক হিসেবে দীর্ঘকাল সুনামের সহিত দায়িত্ব পালন করেছে। তিনি গাওঘরা শেখ রাসেল স্মৃতি সংসদ, বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ পাবলিক লাইব্রেরীসহ প্রতিষ্ঠা করেছে কয়েকটি প্রতিষ্ঠান। ফরিদ রানা বর্তমানে খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিঃ এর ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছে। তিনি খুলনা জেলা শিল্পকলা একাডেমি, শিশু ফাউন্ডেশন ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও খুলনা প্রেস ক্লাবের সাবেক নির্বাহী সদস্য। তিনি সাপ্তহিক খুলনার বাণী, দৈনক গ্রামের কাগজ, দৈনিক সেবক, প্রবর্তন, যুগান্তরসহ কয়েকটি অঞ্চলিক ও জাতীয় পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে দৈনিক তথ্যে’র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
এদিকে ফরিদ রানা একুশে স্মৃতি পদক লাভ করায় বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা জেলা শাখা ও উপজেলার নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত বিবৃতিদাতারা হলেন সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র মন্ডল, হিমাংশু রায়, গাজী আব্দুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, এসএম শাহিন আলম, ইঞ্জি: শাহরুখ ইসলাম রানা, আরাফাত হােসেন, অলোক মল্লিক, রফিকুল ইসলাম, খুরশীদ আলম মোড়ল, সোহেল বিশ্বাস, মিল্টন শেখ, ফারুক গাজী, হাসান আল জাভেদ শিমুল প্রমূখ।