রাজীব চৌধুরী,কেশবপুর: আসন্ন ৯০ যশোর-৬ ( কেশবপুর)সংসদীয় আসনের উপ- নির্বাচন উপলক্ষে কেশবপুর উপজেলা কৃষকলীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয় ০৮ ই মার্চ২০২০ খ্রিস্টাব্দ রোজ রবিবার। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও যশোর- ৬ কেশবপুর আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জননেতা শাহীন চাকলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম রুহুল আমিন,সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর সভার মেয়র রফিকুল ইসলাম মোড়লসহ প্রমুখ নেতৃবৃন্দ।কর্মী সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান,কর্মী সভাটি সঞ্চালনা করেন কেশবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত।প্রধান অতিথির বক্তব্যে জননেতা শাহীন চাকলাদার বলেন কেশবপুর হচ্ছে শান্তি ও স্বস্তির জায়গা।এই শান্তির জায়গায় কোন মাদক ও সন্ত্রাসীর স্হান হবে না।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে যে উন্নয়ন হচ্ছে তারই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ২৯ শে মার্চ উপ-নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দেবার আহবান জানান তিনি।