বটিয়াঘাটা কলেজে আন্তঃ কলেজ ছাত্রী ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশঃ ২০২০-০৩-১০ - ১২:২৬

বটিয়াঘাটা প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের আয়োজনে ও সরকারি বটিয়াঘাটা ডিগ্রী কলেজের ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার থেকে দুদিন ব্যাপী আন্তঃ কলেজ ভলিবল ছাত্রী প্রতিযোগিতা ২০১৯-২০২০ এর আঞ্চলিক পর্ব খ এর শুভ উদ্বোধন বটিয়াঘাটা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুজ্জামান। সভাপতিত্ব করেন সরকারি বটিয়াঘাটা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অমিতেষ দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ থেকে আগত প্রতিযোগি, কলেজের ভূমি দাতা, অবসর প্রাপ্ত অধ্যাপকবৃন্দ ও বর্তমান কর্মরত অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দ। উদ্বোধনী খেলা রোকেয়া মুনসুর মহিলা কলেজ সাতক্ষীরা ও শৈলকূপা মহিলা কলেজ, ঝিনাইদহর মধ্যে অনুষ্ঠিত হয়। ১১ মার্চ খেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, বিশেষ অতিথি থাকবেন কলেজ পরিদর্শক কে,এম রব্বানি, সভাপতিত্ব করবেন বটিয়াঘাটা কলেজের অধ্যক্ষ অমিতেষ দাস। ১১ টি কলেজ এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে।