ফুলতলা অফিসঃ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস বুধবার বিকালে ফুলতলায় ক্রিসেন্ট ডেন্টাল কেয়ার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ সুকান্ত দাসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মিজানুর রহমান, ওসি মোঃ মনিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, অসিত কুমার দাস, ভারতী রানী দাস, শ্যামল দত্ত, সুব্রত দত্ত, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, আঃ রহিম, সোহাগ হোসেন প্রমুখ।