বটিয়াঘাটায় নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশঃ ২০২০-০৩-১৭ - ১৫:১৬

বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়ন থেকে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে আব্দুর রউফ সবুজ (৫২) নামের নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।
জানা গেছে, উপজেলার আমীরপুর ইউনিয়নের মজিদঘাটা গ্রামের মৃত আবু বক্করের পুত্র আব্দুর রউফ গত তিন দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয়রা নালুয়া নদীর খালের ভিতর আব্দুর রউফ এর লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এব্যাপারে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন গোলদার জানান, আব্দুর রউফ মৃগী রোগী ছিলেন, সে মাঝে মধ্যে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে চলে যেতেন। বটিয়াঘাটা থানার ওসি জানান, আমীরপুরের নালুয়া নদী থেকে একটি ভাসমান উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে প্রেরন করা হয়েছে।