খুলনা অফিস : খুলনায় সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও মুজিব বর্ষের শুরুতে তাই খুলনা বিভাগের প্রায় ১০হাজার কিলোমিটর সড়ক-মহাসড়কে নিরাপদ চলাচল ও শৃঙ্খলা ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে খুলনা বিআরটিএ। মঙ্গলবার বিকেলে খুলনা বিআরটিএ’র উদ্যোগে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে যাত্রী, বাস-ট্রাক চালক ও পরিবহন শ্রমিকদের মাঝে সচেতনামূলক লিফলেট বিতরন ও র্যালী অনুষ্ঠিত হয়। সড়ক নিরাপত্তা ও নিরাপদ চলাচল বিষয়ে এ সচেতনামূলক কর্মসুচীর উদ্বোধন করেন বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ মহসীন হোসেন। এ সময় সহকারী পরিচালক মো: আবুল বাশার, ইন্সপেক্টর সাইফুল ইসলাম, বাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাকির হোসেন বিপ্লবসহ বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের সস্যবৃন্দ এবং বিআরটিএ’র সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশকে জানতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানো শ্লোগান সম্বলিত ১৪দফা সড়ক নিরাপত্তা ও চলাচল নির্দেশিকা বাস চালক, বাস ামলিক-শ্রমিক এবং সাধারন যাত্রীদের মধ্যে বিতরন করা হয়। বিআরটিএ কর্মকর্তারা জানান, খুলনা মহানগর ও জেলাসহ বিভাগের ১০টি জেলার প্রায় ১০হাজার কিলোমিটার সড়ক-মহাসড়ক নিরাপদ চলাচল ও শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্সের এ কার্যক্রম অব্যাহত থাকার পাশাপাশি আইনী প্রক্রিয়াও চলমান রয়েছে।