বটিয়াঘাটায় করোনা সন্দেহে যুবককে খুমেকে প্রেরণ

প্রকাশঃ ২০২০-০৩-১৯ - ১২:৩০

খুলনা অফিস : বটিয়াঘাটায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গত বুধবার সর্দি কাশি নিয়ে রাজীব বিশ্বাস (৩০) নামে এক যুবক হাসপাতালে ভর্তি হয়। আজ বৃহস্পতিবার পরীক্ষা নিরিক্ষার জন্যে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য প্রশাসক অপর্ণা বিশ্বাসের সাথে আলাপ করলে তিনি জানান, তার সাধারণ সর্দি কাশি ধরা পড়েছে। তবে স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভাইরাস সনাক্তের কোন যন্ত্রপাতি না থাকায় উন্নত পরীক্ষার জন্য তাকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । উপজেলায় আরও কয়েকজন বিদেশ থেকে দেশে ফিরেছেন। তাদেরকে হোম কোরেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে। যদিও করোনা নিয়ে এলাকায় আতঙ্ক রয়েছে, তবুও স্বাস্থ্য কর্মকর্তা সবাইকে সচেতন হয়ে চলাফেরার আহবান জানান।

করোনা সম্পর্কে জণগনকে সচেতন করার লক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি বটিয়াঘাটা শাখার পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বটিয়াঘাটা ইউনিয়নের কিসমত ফুলতলা পল্লী সমাজের সদস্যদের মার্কস তৈরি ও ব্যবহার এবং সচেতনকরণ লিপলেট বিতরণ করা হয়। কর্মসূচি পরিচালনায় সহযোগিতা করেন প্রোগ্রাম অর্গানাইজার সাজিয়া আফরীন। এলাকাবাসী স্বতঃস্ফূর্ত ভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।