যশোর : যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রাম থেকে শরিফুল ইসলাম নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার লাশটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত শরিফুল ইসলাম ওই গ্রামের ইমদাদুল হকের ছেলে।
কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, নিহত শরিফুল ইসলাম তার মামার বেকারির মালামাল গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করতেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফিরে যায়নি। এরপর শুক্রবার সকালে সাতবাড়িয়া গ্রামের বিলে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ওসি আরো জানান, নিহত শরিফুলের ঘাড়ে ও মুখমন্ডলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।