যশোর অফিস : যশোরের বেনাপোল সীমান্তের ধান্যখোলা হতে ১২ লাখ ইউএস ডলারসহ জসিম উদ্দিন (২৯) নামে এক হুন্ডিপাচারকারীকে আটক করেছে বিজিবি। সে যশোর জেলার বেনাপোলের বাহাদুর গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
বিজিবির অধিনায়ক সেলিম রেজা জানান, শনিবার সকালে ধান্যখোলা বিওপির হাবিলদার কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধান্যখোলার মাঠ হতে ১২লাখ ইউএস ডলারসহ জসিমকে আটক করা হয়। আটককৃত ডলারের সিজার মূল্য ১ কোটি ১লক্ষ ৬০৪০০ টাকা।