বটিয়াঘাটায় উপজেলা প্রশাসনের সচেতনতামূলক লিফলেট

প্রকাশঃ ২০২০-০৩-২৩ - ১৭:৪৯

বটিয়াঘাটা প্রতিনিধিঃ বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত রবিবার বিকাল ৪টায় জলমা ইউনিয়নের কৈয়া বাজার, হোগলাডাঙ্গা, নিজখামার, জিরোপয়েন্ট, সাচিবুনিয়া, চক্রাখালী, মল্লিকের মোড় সহ বিভিন্ন বাজারে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পাশাপাশি করোনাকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও নিরাপদ খাদ্য নিশ্চিৎ করনে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৈয়া বাজারে পেয়াজের দাম বেশি নেয়ায় বিকাশ চন্দ্র রায় ও আব্দুল্লাহকে ২হাজার টাকা জরিমানা ধার্য্য ও আদায় করে। তাছাড়া আশালতা ফার্মেসীর স্বত্বধিকারী ধীরাজ কুমার কবিরাজকে মেয়াদ উত্তির্ণ জীবনহানী অস্বাস্থ্যকর পরিবেশে ঔষধ বিক্রীর দায়ে ২০ হাজার এবং মাতৃমঙ্গল মেডিকেল হলের স্বত্বাধিকারী সুশান্ত কবিরাজকে মেয়াদ উত্তির্ণ ঔষধ বিক্রীর দায়ে ২হাজার টাকা জরিমান আদায় করেছে। এ সময় জলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আশিকুজ্জামান আশিক সহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।