এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে বিদ্যুৎ স্পৃষ্ঠে কলেজ ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার দোরমুটিয়া গ্রামের শফিকুল ইসলামের কলেজ পড়ুয়া পূত্র জুবায়ের রহমান মিঠুন (১৭) মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির মটরের তার ঠিক করার সময় সে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। তার পরিবার ও এলাকাবাসী তাকে কেশবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জুবায়ের রহমান মিঠুন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।