যশোর: যশোর রাজগঞ্জ সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা লেগে ক্লিনিকের মালিক নুরুজ্জামান গাজী (৪০) মারা গেছেন। মঙ্গলবার সকালে ওই সড়কের বাগেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান যশোরের মণিরামপুর উপজেলার ডুমুরখালী গ্রামের বীরমুক্তিযোদ্ধা সামসুদ্দিন চৌকিদারের ছেলে এবং যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মুনু মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তিনি শহরের জেলরোডে বন্ধন হাসপাতাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টারের মালিক।
নিহতের স্বজনরা জানানা, মঙ্গলবার সকালে ডুমুরখালি গ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে যশোরে আসছিলেন। পথিমধ্যে যশোর রাজগঞ্জ সড়কের বাগেরহাট বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন তাকে মৃত্যু ঘোষণা করে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।