ঝিনাইদহ : মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার, মিথ্যা বিজ্ঞাপন প্রদাণ ও যথাযথ প্রতিশ্রুতি রক্ষা না করার অপরাধে ঝিনাইদহের বধূয়া ও অভিনন্দন বিউটি পার্লারে ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী ও রাজিয়া আক্তার চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার বিকালে শহরের ব্যাপারীপাড়াসহ বিভিন্ন এলাকার বিউটি পার্লারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার, মিথ্যা বিজ্ঞাপন প্রদাণ ও যথাযথ প্রতিশ্রুতি রক্ষা না করার অপরাধে ব্যাপারীপাড়ার বধূয়া বিউটি পার্লারে ৫ হাজার ও অভিনন্দন বিউটি পার্লারে ২০ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা আদায় করে আদালত। এ অভিযান অব্যাহত থাকব