আটোয়ারীতে করোনা প্রতিরোধে ইউএনও’র ভূমিকা প্রশংসনীয়

প্রকাশঃ ২০২০-০৪-০৫ - ১৭:২০

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে মরণ ভাইরাস করোনা প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ভূমিকা প্রশংসনীয়। বাংলাদেশ সহ বিশে^র অধিকাংশ দেশ করোনার প্রকোপ থেকে বাঁচতে গৃহীত সময়োপযোগী সিদ্ধান্তবলীর সাথে তাল রেখে আটোয়ারীর মানুষকে রক্ষা করতে প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন ইউএনও শারমিন সুলতানা। ৫ এপ্রিল তিনি রাধানগর ও ধামোর ইউনিয়ন পরিষদে বিতরণকৃত খাদ্য সহায়তা কার্যক্রম পর্যবেক্ষন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওয়ালিফ মন্ডল উপস্থিত ছিলেন। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু জাহেদ এবং ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম দুলাল বর্তমানে উপার্জন বঞ্জিত মানুষদের হাতে সরাসরি খাদ্য সামগ্রী তুলে দেন। এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিতে ইউএনও পথিমধ্যে কোন অটো চালক কিংবা যাত্রীবাহী কোন বাহন দেখলে তাদের থামিয়ে বের হওয়ার কারন জানতে চান, কেউ মাস্ক পরিহিত না থাকলে তাকে মাস্ক সরবরাহ করেন কিংবা কারো হাতে চাল-ডালের প্যাকেট তুলে দেন। আবার পক্ষান্তরে তিনি অবাধ্য কাউকে ঠিক করতে ভ্রাম্যমান আদালত বসিয়ে কিছু জরিমানা আদায় করেন। পাশাপাশি তিনি নিয়মিত টিসিবির পণ্য বিক্রয় পয়েন্টগুলো পর্যবেক্ষণ করছেন এবং মানুষ যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে নির্বিঘে পণ্য ক্রয় করতে পারেন সে দিকেও খেয়াল রাখছেন।
উল্লেখ্য, সরকার করোনা সংকটে উপজেলায় প্রথম পর্যায় ৩২ মে:টন চাল এবং ১ লক্ষ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেয় এবং ২-১ দিনের মধ্যে আরো ১৫ মে:টন চাল ও ৪৫ হাজার টাকার আরেকটি বরাদ্দ উত্তোলনের অপেক্ষায় রয়েছে এমনটি জানান ইউএনও মহোদয়। গত ২৭ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত প্রায় আড়াই হাজারের অধিক উপার্জন বঞ্চিত মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রকৃত খাদ্য সহায়তাভোগীর তালিকা প্রস্তুত করে বিতরণের আশ^াসও প্রদান করেন তিনি।