যশোরে গাঁজাসহ নারী আটক

প্রকাশঃ ২০২০-০৪-০৬ - ১৯:০৭

যশোর : যশোরে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক সাথী বেগম যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মান্দারতলার ফজলুর রহমানের স্ত্রী।

র‌্যাব জানিয়েছে,সোমবার সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব ৬ যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ফজলুর রহমানের টিনশেড বিল্ডিং এর মধ্যে ১০৭ পুরিয়াসহ ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় সাথী বেগমকে আটক করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।