পাইকগাছায় পুলিশের অভিযোনে আটক ১৪

প্রকাশঃ ২০২০-০৪-০৬ - ২০:১৬

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা : মহামারী করোনা ভাইরাস বিস্তার রোধে খুলনার পাইকগাছায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে চলাফেরার অভিযোগে ২৬৯ ধারায় পুলিশ জনস্বার্থে গণগ্রেফতার শুরু করেছেন। হোম কোয়ারেন্টাইনের শর্ত উপেক্ষা করে রাস্তা-ঘাটে দলবেধে এলোমেলো চলাফেরার অভিযোগে রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে একজন বয়াতী সহ ১৪ ব্যক্তিকে আটক করেন। করোনা দুর্যোগ প্রতিরোধে সকলকে সরকারী পদক্ষেপ মেনে চলার আহবান জানিয়ে ওসি মোঃ এজাজ শফী জানান, ১৫ এপ্রিল আদালতে হাজিরার শর্তে সোমবার সকালে আটক ব্যক্তিরা মুচলেকা দিয়ে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও কাউন্সিলরদের জিম্মায় ছাড়া পায়।