যশোর অফিস : করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কবাদীর) সারা দেশবাসীর কাছে আহবান ও পরিস্থিতি মোকাবেলার করতে ৬টি প্রস্তাবনা দিয়েছে। সেগুলি হচ্ছে, গ্রাম বা মহল্লায় তরুণ যুবকেরা নির্দিষ্ট দুরত্ব বজায় রেখে আলোচনা করে “গ্রাম সুরক্ষা গণকমিটি” গড়ে তুলুন। প্রত্যেক গ্রামে কৃষকদের স্প্রে মেশিন আছে- যা কাজে লাগানো যায়। শহর থেকে কিনে নেওয়া যেতে পারে। ১০ লিটার পানিতে এক/দেড় চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে গ্রামের রাস্তা, বাড়ি-ঘর-বাজারে প্রতিদিন স্প্রে করুন। করোনা প্রতিরোধে বিধি নিষেধ মেনে চলা ও বাড়ি থেকে না বের হওয়ার জন্য সচেতন করুন। কারো স্বাস্থ্য সমস্য দেখা দিলে সহযোগিতা করুন। পল্লী চিকিৎসকের সাহায্য নিন। জটিল হলে স্বাস্থ্য কমপ্লেক্স বা সরকারি হাসপাতালের সাহায্য নিন। খাদ্য সমস্যা দেখা দিলে নিজস্ব উদ্যোগ অথবা সরকারি কর্তৃপক্ষকে অবহিত করুন। গ্রাম বা এলাকাভিত্তিক চলাফেরা সীমিত ও নিয়ন্ত্রণ করুন। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মাকর্সবাদী)’র সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ করোনা থেকে সুরক্ষার ব্যবস্থা হিসেবে এই আহবান জানান।