যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার মাঠ থেকে পুলিশ অজ্ঞাত পরিচয়ে এক বৃদ্ধ (৭০) মৃতদেহ উদ্ধার করে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এসআই হারুন অর রশিদ জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাগড় ৭টার দিকে সদর উপজেলার কনেজপুর গ্রামের মাঠে আব্দুল রশিদের ডিফ কলের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা ওই বৃদ্ধকে কেউ কখনো দেখেনি এবং চেনেন না বলে জানিয়েছে। তবে বৃদ্ধ ভিক্ষুক বলে অনেকে দাবি করেছেন বলে তিনি জানান।
স্থানীয়রা ওই বৃদ্ধকে কেউ কখনো দেখেনি এবং চেনেন না বলে জানিয়েছে। তবে বৃদ্ধ ভিক্ষুক বলে অনেকে দাবি করেছেনে এবং কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট না আসলে বলা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।