যশোর প্রতিনিধি: মাদক ব্যবসায় বাধা দেয়ায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ রাসেলকে কুপিয়ে খুন করা হয়েছে। এসময় তার ভাই আল আমিনকে গুরুত্বর আহত হয়েছেন। বুধবার রাতে যশোর সদর উপজেলার ভেকুটিয়ার শ্মশান পাড়ায় এঘটনা ঘটে। হতাহতরা একই গ্রামের আব্দুল সালেক আলীর ছেলে।
পিতা আব্দুল সালেক জানান, যুবলীগের একটি গ্রুপ এলাকায় মাদক ব্যবসা করে। সাব্বির বিভিন্ন সময় তাদেরকে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে স্থানীয় পিচ্চি বাবু, শামিরুল, সোহাগসহ আরো ১০-১২ জন শ্মশান পাড়ায় দুই ভাইকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে রাসেল মারা যায়। আল আমিন চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও সঙ্কটাপন্ন।
তিনি আরো জানান, মাদক ব্যবসায় বাধা দেয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এই চক্রটি এর আগে ২০১৯ সালের ১২ জুন রাসেলকে হত্যার উদ্দেশ্যে তার বাড়িতে বোমা হামলা চালায়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।