খুলনা অফিস : করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে দাকোপ উপজেলাবাসী যখন গৃহবন্দী তখন জনগনের দারপ্রান্তে নিরবচ্ছিন্ন পল্লী বিদ্যুৎ সেবা পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন দাকোপ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি।
“সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল” স্লোগানকে সামনে রেখে করোনা ভাইরাস আতংকের মধ্য দিয়ে দাকোপ পল্লী বিদ্যুৎ (সাব-জোনাল) সমিতির এ, জি, এম কুমুদ রঞ্জন দেবনাথের নির্দেশ মোতাবেক জনগণের দারপ্রান্তে পল্লী বিদ্যুৎ এর নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
সহকারী জুনিয়র ইন্জিনিয়ার হিফজুর রহমান ও সাবেক অভিযোগ কেন্দ্র প্রধান একানুর ইসলাম একঝাঁক চৌকস লাইনম্যান নিয়ে উপজেলার যে কোন প্রান্তে অভিযোগ পাওয়া মাত্রই ছুটে চলেছেন।
নিরবিচ্ছিন্ন পল্লী বিদ্যুৎ সেবা গ্রহিতরা উপজেলায় পল্লী বিদ্যুৎ এর জোনাল সাব-অফিস পেয়ে ব্যপক আনন্দিত।
দৈনিক তালাশের দাকোপ প্রতিনিধির সাথে আলাপকালে উপজেলার পল্লী বিদ্যুৎ (সাব-জোনাল) এর এ জি এম কুমুদ রঞ্জন দেবনাথ গ্রাহকদের উদ্দেশে বলেন, নিজের জন্য, পরিবারের জন্য, সর্বোপরি দেশের মানুষের নিরাপদ জীবনের জন্য সরকারি নির্দেশনা মেনে আপনারা (গ্রাহক) ঘরে থাকুন। যে কোন সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সর্বসময় আছি আপনাদের সাথে।