কেশবপুরে ৫ শতধিক প্রতিবন্ধীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশঃ ২০২০-০৪-২১ - ২১:২২

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে ও যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের অনুপ্রেরণায় যশোরের কেশবপুরে সুবোধমিত্র অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি এ্যাড. মিলন মিত্রের অর্থায়নে মঙ্গলবার সকালে ৫ শত ৩৪ জন প্রতিবন্ধীকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে । করোনা ভাইরাস প্রতিরোধে অতিদরিদ্র ৫ শত ৩৪ জন প্রতিবন্ধীর প্রতিজনকে নিজস্ব অর্থায়নে ৫ কেজি করে চাউল, ২ কেজি করে আলু, ১ কেজি করে ডাউল, ১ লিটার করে সয়াবিন তৈল ও ১ টি করে সাবান বিতরণ করেন সুবোধমিত্র অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি এ্যাড. মিলন মিত্র। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যাবসায়ী এ এফ এম শফি, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সুবোধমিত্র অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, ব্যাবসায়ী স্বপন বিশ্বাস, পৌর আওয়ামী লীগনেতা মিজানুর রহমান মিল্টন, সুবোধমিত্র অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক সোহেলী সুলতানা, আসাদুজ্জামান, হোসনেআরা, লিলিমা বিশ্বাস, আসমা আক্তার, মিতালী অধিকারী, অনুপ বসু, সুজন চত্রবর্তী, ছবি বিশ্বাস, কানিজ ফাতেমা, আবু জাফর রানা, মহাতাপ প্রমুখ।
উল্লেখ্য কেশবপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র তাঁর স্বর্গীয় পিতা সাবেক এম এন এ সুবোধ মিত্রের নামে নিজস্ব সম্পত্তি দান করে বালিয়াডাঙ্গায় সুবোধমিত্র অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করে উপজেলার প্রতিবন্ধীদের শিক্ষার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। তিনি নিজস্ব যানবাহনের ব্যাবস্থা করে উপজেলার প্রত্যান্ত অঞ্চল থেকে প্রতিবন্ধীদের নিয়ে এসে তাদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছেন। তিনি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, হুইল চেয়ার বিতরণ, মিড-ডে মিল চালু-সহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছেন। তাছাড়া এ্যাড. মিলন মিত্র ঈদ-পূজায়ও প্রতিবন্ধীদের নতুন পোষাকের ব্যাবস্থা করে থাকেন। সর্বপরি সুদক্ষ শিক্ষকমন্ডলীর দ্বারা সুবোধমিত্র অর্টিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধীরা শিক্ষা ক্ষেত্রে এগিয়ে চলেছে।