কেশবপুরে স্বাস্থ্য সহকারী করোনা ভাইরাসে আক্রান্ত

প্রকাশঃ ২০২০-০৪-২৭ - ২০:১১

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে একজন স্বাস্থ্য সহকারীর দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে কেশবপুরে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। আক্রান্ত ওই স্বাস্থ্য সহকারীকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন জানান, একজন স্বাস্থ্য সহকারী এর করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় তাকে কমপ্লেক্সের আইসোলেশেনে রাখা হয়েছে। গত ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হলে তার রিপোর্ট ২৭ এপ্রিল পজেটিভ আসে। আজ কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরতদের ও বাইরের কিছু লোকের নমুনা সংগ্রহের কাজ চলছে। এ নিয়ে কেশবপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাসে আক্রান্তদের বাসস্থান লকডাউন করা হয়েছে।